Tuesday, August 11, 2009

ঝাঁ ঝাঁ ঝিঁঝিঁ

ঝাঁ ঝাঁ দুপুর ঝাঁঝাঁ!
দুপুর মানে ঝাঁঝাঁ জানে
দুপুর রোদের রাজা...

রাজার মনে খুব দুঃখ
বিকেল নেমে আসে,
দুপুর রাজা সন্ধ্যারাণীর
সঙ্গ ভালোবাসে;
রাজা
পথ দেখিয়ে যায়।
দুপুর থেকে দুপুর হয়ে
দাঁড়িয়ে একঠায়
এদিকে আমি দুপুর হয়ে যাই!

আর যা লিখি বৈতালিকী
সুরধ্বনি, মূর্চ্ছনা কি নাই?
মুহূর্ত যে কাহাকে বলে, ঝিম-এর মেয়ে
ঝিঁঝিঁ ধরেছে পায়-
আমি ঝিঁজিঁ ধরাতেও খুশি...

ঝাঁ ঝাঁ দুপুর ঝিঁঝিঁ সন্ধ্যা
দাউ দাউ, না মৃদুমন্দা
অনেক আগুন ছাই গুণাগুণ
সিদ্ধিতে
আমার ঠোঁটে পুষি;

আমি পোষণ করি যা যা-
ঝাঁ ঝাঁ দুপুর ঘূর্ণিঘুঙুর
ঝাঁ জাঁ ঝিঁঝিঁ ঝাঁ ঝাঁ...
হাওয়ার মধ্যে হাওয়াকে তুই দুই আঙুলে বাজা।

1 comment: