Tuesday, August 11, 2009

লাভার বন্ড

সব অক্ষর ঔপনিবেশিক
সব শব্দই সম্রাজ্যবাদী
নিঃশব্দে আমার গান, গল্প, নিঃশ্বাস
সম্পূর্ণ তামাদি-
তাই বাঁচার আশা নাই
প্রেস বিজ্ঞপ্তি উড়ে যাচ্ছে হলুদ খয়েরি পাতায়;
প্রেম বিজ্ঞপ্তি পুড়ে যাচ্ছে মাথায় আগুন
এতেই ভুল হয়ে গেল (বউয়ের বিকল্প বই! ইস)
মধুবাক্য মনে করে সারারাত বাক্যভরা বিষ
আর প্রতিশ্রুতিময় বাক্যভরা ধুন...

এসব তো সবই জানে আমার যমজ, সময়
রিয়েলি, শীত ইজ নট ম্যাটার
বাই এ গ্রেট ফ্যাক্টর- শীতের পরে বসন্ত আসছে
বসন্তেই ঘূর্ণিচক্রের বেশি বেশি ভয়
রঙিলা সন্ত্রাসে বধূয়া বাতাসে উপর্যুপরি বিবাহ প্রস্তাব
অবস্থা বিব্রত...
এরপরও লাভার বন্ড ইমেজ টিকে থাকতে পারব তো?

মনে সন্দেহের পাহাড়, খাদ, গর্ত, লুব্ধ প্রলয়
ভালোবাসা মাথায় উঠে যাচ্ছে, লাই পেয়ে পেয়ে
দিয়ে দিয়ে প্রশ্রয়...

No comments:

Post a Comment