১.
কূলে তুমি রাধা, গোকুলে যমুনা, অঙ্গ কখনোই
বিবাহিত হতে পারে না, বিবাহ মন্ত্রের শাসন
ভুলে তুমি দ্বিধা, কিন্তু আমি প্রথমত বৃন্দাবন;
দ্বিতীয়ত, আমিই লিখেছি সন্ধ্যা, মুরলীকবিতা
যা তোমাকে ডাক দেয় দূর থেকে! রাধা বিবাহিতা-
তা অতি তুচ্ছ প্রচার, এই লগ্নে ধর্মই জরুরি
জানে প্রেমিকেরা, কবি শেষপর্যন্ত ধর্মাবতার!
তুমি মধুধারণের ফুল যদিও ভ্রমর জানে চুরি
যদি নিঃশ্বাসে ভাঙে হাওয়া, তবে ঘোর স্তব্ধতার
অনুবাদ-পাথর পাঠিয়ে দেব পাহাড়ের কাছে
যদি করতলে লাগে আঁচ, জলে ঠোকরায় মাছে
তৃতীয়ত আমি আগুন, লবণ, সমুদ্রে-নিঃসঙ্গে
এক হৃত-পর্যটক... হঠাৎ যমুনা... রাধাঅঙ্গে
শেষপর্যন্ত কবিই করে ব-কলম কৃষ্ণের সই
২.
বাঁশ, কাঠ ও লোহাতে নির্মিত এই যে রিকশা, উত্তরবঙ্গের
মঙ্গার কী ক্ষমতা, লুকমান এখন রিকশাড্রাইভার
এই বুদ্ধিজীবীর শহরে সে রিকশা চালায় পেটের জ্বালায়
এখনও তার চোখে পুনর্ভবা, বালিবালি, গ্রামের কাহিনী
সখিপুর
যদিও গতকাল নাইট শো’তে বলাকায় এক টিকিটে এক সিনেমায়
তুমুল ঝাঁকি দিয়ে গেছে মৌসুমী, পূর্ণিমা, শাবনূর।
৩.
নিলামে চড়িয়ে নায়িকার অন্তর্বাস ভাইজান আমাগে ক্ষিদেটা দেখলে না? নিলামে চড়িয়ে দিলে প্রেসিডেন্টের বীর্যপাত, যত টাকা হলে আইএমএফ বিশ্বব্যাংক যাবে কেনা তা আমাদের নেই, আমরা ধরিত্রীর গরিব সন্তান প্রায় ফেরিঅলা, ফেরি করে বেচি চাপা-যন্ত্রণা, মিডিয়া বলে, গান; এই গান তো কখনোই নিলাম সম্ভব নয়... তোমরা নিলামে চড়িয়ে দিলে আকাশ, সময়?
কূলে তুমি রাধা, গোকুলে যমুনা, অঙ্গ কখনোই
বিবাহিত হতে পারে না, বিবাহ মন্ত্রের শাসন
ভুলে তুমি দ্বিধা, কিন্তু আমি প্রথমত বৃন্দাবন;
দ্বিতীয়ত, আমিই লিখেছি সন্ধ্যা, মুরলীকবিতা
যা তোমাকে ডাক দেয় দূর থেকে! রাধা বিবাহিতা-
তা অতি তুচ্ছ প্রচার, এই লগ্নে ধর্মই জরুরি
জানে প্রেমিকেরা, কবি শেষপর্যন্ত ধর্মাবতার!
তুমি মধুধারণের ফুল যদিও ভ্রমর জানে চুরি
যদি নিঃশ্বাসে ভাঙে হাওয়া, তবে ঘোর স্তব্ধতার
অনুবাদ-পাথর পাঠিয়ে দেব পাহাড়ের কাছে
যদি করতলে লাগে আঁচ, জলে ঠোকরায় মাছে
তৃতীয়ত আমি আগুন, লবণ, সমুদ্রে-নিঃসঙ্গে
এক হৃত-পর্যটক... হঠাৎ যমুনা... রাধাঅঙ্গে
শেষপর্যন্ত কবিই করে ব-কলম কৃষ্ণের সই
২.
বাঁশ, কাঠ ও লোহাতে নির্মিত এই যে রিকশা, উত্তরবঙ্গের
মঙ্গার কী ক্ষমতা, লুকমান এখন রিকশাড্রাইভার
এই বুদ্ধিজীবীর শহরে সে রিকশা চালায় পেটের জ্বালায়
এখনও তার চোখে পুনর্ভবা, বালিবালি, গ্রামের কাহিনী
সখিপুর
যদিও গতকাল নাইট শো’তে বলাকায় এক টিকিটে এক সিনেমায়
তুমুল ঝাঁকি দিয়ে গেছে মৌসুমী, পূর্ণিমা, শাবনূর।
৩.
নিলামে চড়িয়ে নায়িকার অন্তর্বাস ভাইজান আমাগে ক্ষিদেটা দেখলে না? নিলামে চড়িয়ে দিলে প্রেসিডেন্টের বীর্যপাত, যত টাকা হলে আইএমএফ বিশ্বব্যাংক যাবে কেনা তা আমাদের নেই, আমরা ধরিত্রীর গরিব সন্তান প্রায় ফেরিঅলা, ফেরি করে বেচি চাপা-যন্ত্রণা, মিডিয়া বলে, গান; এই গান তো কখনোই নিলাম সম্ভব নয়... তোমরা নিলামে চড়িয়ে দিলে আকাশ, সময়?
No comments:
Post a Comment