কবিতা আবার দেখা হবে
তুমি তো রতন, পাড়াগাঁয়ের!
আমি কী পোস্টমাস্টার, তবে?
কবিতা তোমার মৃত মায়ের
গোপন প্রেমিক ছিলাম আগে
তাই আর বিয়ে করিনি পরে
কবিমন উদয়াস্তরাগে
কী যেন ছাড়তে চেয়েই ধরে...
তোমাকেও ছেড়ে যাচ্ছি আমি
কবিতা রতন- কচিডাব
কবিমন আমার চেয়েও দামি
গুডবাই আত্মঘাতি ভাব...
ওয়েলকাম কবিতাবিহীন দিন
গুডবাই আঁধার খেঁকো ঋণ
গুডবাই জলোষ্ণ জলপিপি
বাইবাই কোকিলফোকিল কুহু
টা... টা... টানাপড়েনের ঘোর
ফর এভার জলাঞ্জলি, হুহু
আজ তো নতুন একটি ভোর-
ভোরের রোদের ইশতেহার
এ বছর বেচব কবিমন
এ বছর মনবেচা সংসার
এ বছর ভাঙব অনশন
এ বছর ধণুকভাঙা পন
ঠণ ঠণা ঠণ ঠণ...
ঠণ ঠণা ঠণ ঠণ...
তুমি তো রতন, পাড়াগাঁয়ের!
আমি কী পোস্টমাস্টার, তবে?
কবিতা তোমার মৃত মায়ের
গোপন প্রেমিক ছিলাম আগে
তাই আর বিয়ে করিনি পরে
কবিমন উদয়াস্তরাগে
কী যেন ছাড়তে চেয়েই ধরে...
তোমাকেও ছেড়ে যাচ্ছি আমি
কবিতা রতন- কচিডাব
কবিমন আমার চেয়েও দামি
গুডবাই আত্মঘাতি ভাব...
ওয়েলকাম কবিতাবিহীন দিন
গুডবাই আঁধার খেঁকো ঋণ
গুডবাই জলোষ্ণ জলপিপি
বাইবাই কোকিলফোকিল কুহু
টা... টা... টানাপড়েনের ঘোর
ফর এভার জলাঞ্জলি, হুহু
আজ তো নতুন একটি ভোর-
ভোরের রোদের ইশতেহার
এ বছর বেচব কবিমন
এ বছর মনবেচা সংসার
এ বছর ভাঙব অনশন
এ বছর ধণুকভাঙা পন
ঠণ ঠণা ঠণ ঠণ...
ঠণ ঠণা ঠণ ঠণ...
No comments:
Post a Comment