আত্মঘাতি মেঘ, তাতেই বৃষ্টির মহিমা
তাকাচ্ছে মেঘঅলা!
বিদগ্ধ মরুর ছবি, ওয়াটার কালারে
আঁকাচ্ছে মেঘঅলা!!
ক্ষতরা বাঁশিতে বেজে ওঠে, কোথাও
বাজাচ্ছে বাঁশিঅলা!
ফণারা ছন্দে নেচে ওঠে, সুরে সুরে
নাচাচ্ছে বাঁশিঅলা!!
বাঁশিঅলা, তোমার পেশা কি? বলো
মেঘঅলা, কী করে খাও?
বাঁশবন উধাও... সো হোয়াট? প্লিজ
বাঁশিঅলা ফুসফুস বাজাও...
আমাদের কী নাম?
15 years ago
No comments:
Post a Comment