হাওয়া, ভেন্টিলেটর হইতে...
ছাত্রী হলের বাথরুম
দূরে দাঁড়িয়ে
পাঁচিলের বাইরে থেকে ছুঁড়ে মারা ইটের টুকরো লেগে
ভেন্টির কাচ ভেঙে গেছে, ভেতরে বাল্ব জ্বলছে
ছাত্রী হলের বাথরুম থেকে ভেসে আসে স্নানরতা হাওয়া
আসে উস্কানিমূলক সুর
লিরিকটা উদ্দেশ্য প্রণোদিত
এদিকে, অনিদ্রারোগীর দরজায় টোকা মারে
রবীন্দ্র-বিষণ্ন গীতিকা
হাওয়া, ঝিরিঝিরি... হঠাৎ মত পাল্টিয়ে
ঝড়ো হয়ে উঠলে
একবার দেখা গেল
জামার তিনটা বোতামই নেই!
তরুণ কবির পায়ের নিচে কেঁপে কেঁপে ওঠে মিডনাইট
অ্যাসথেটিকস আত্মরতি করতে করতে আর্ট হয়ে ওঠে
পাতা কুড়োনিরা পাতা না কুড়োলে তো রান্নাই হবে না
বনপথ হারিয়ে যাবে
গাছ কখনোই বলবে না-
লোকালয় কোনদিকে, কতদূর?
হাওয়া, বাণ মারা হাওয়া, যথেষ্ট দুষ্টুও
পোশাক-আশাকে সে ভ্রূক্ষেপহীন, ভীষণ হেঁয়ালি
কোনোদিনও কবিতা পড়ে না- এমন প্রাণেও
কবিতা লেখার ভাব জমিয়ে দিচ্ছে
আমারও শরীর ভরা মনে এখন ব্যাপক সন্দেহ
চোত মাসের এই শেষ কয়টা দিনের হাওয়াই আড়ালে
বা অ-আড়ালে সব সর্বনাশ করে দিচ্ছে
কিন্তু হাওয়ার বিরুদ্ধে কে, কী বলবে?
ছাত্রী হলের বাথরুম
দূরে দাঁড়িয়ে
পাঁচিলের বাইরে থেকে ছুঁড়ে মারা ইটের টুকরো লেগে
ভেন্টির কাচ ভেঙে গেছে, ভেতরে বাল্ব জ্বলছে
ছাত্রী হলের বাথরুম থেকে ভেসে আসে স্নানরতা হাওয়া
আসে উস্কানিমূলক সুর
লিরিকটা উদ্দেশ্য প্রণোদিত
এদিকে, অনিদ্রারোগীর দরজায় টোকা মারে
রবীন্দ্র-বিষণ্ন গীতিকা
হাওয়া, ঝিরিঝিরি... হঠাৎ মত পাল্টিয়ে
ঝড়ো হয়ে উঠলে
একবার দেখা গেল
জামার তিনটা বোতামই নেই!
তরুণ কবির পায়ের নিচে কেঁপে কেঁপে ওঠে মিডনাইট
অ্যাসথেটিকস আত্মরতি করতে করতে আর্ট হয়ে ওঠে
পাতা কুড়োনিরা পাতা না কুড়োলে তো রান্নাই হবে না
বনপথ হারিয়ে যাবে
গাছ কখনোই বলবে না-
লোকালয় কোনদিকে, কতদূর?
হাওয়া, বাণ মারা হাওয়া, যথেষ্ট দুষ্টুও
পোশাক-আশাকে সে ভ্রূক্ষেপহীন, ভীষণ হেঁয়ালি
কোনোদিনও কবিতা পড়ে না- এমন প্রাণেও
কবিতা লেখার ভাব জমিয়ে দিচ্ছে
আমারও শরীর ভরা মনে এখন ব্যাপক সন্দেহ
চোত মাসের এই শেষ কয়টা দিনের হাওয়াই আড়ালে
বা অ-আড়ালে সব সর্বনাশ করে দিচ্ছে
কিন্তু হাওয়ার বিরুদ্ধে কে, কী বলবে?
No comments:
Post a Comment