Tuesday, August 11, 2009

শরীর ভরা দিন

ঘরের মধ্যে নদী
বারান্দায় কাশবন
জানালা পর্দাহীন
(দেহে) সোনালি যৌবন-
দরজা দিয়ে মেঘ
আড্ডা দিতে আসে
ভেন্টিলেটর... গাছে (গাছে)
চড়ুই ভালোবাসে

ঘরের নদী, তোমার
শশীর ভরা দিন
নদীর তলদেশে
আমার সাবমেরিন
কেন পাঠাব না?
ডিক্লিয়ার্ড... যুদ্ধ!
চড়ুই মতবাদে
(নো) বিবেকানন্দ, বুদ্ধ

তুমিও নদী, নদীর
শরীর ভরা ঢেউ
এসব লেখার পাঠক

অনেক? (না) একজন কেউ?

No comments:

Post a Comment