মাঠ যদি মহাজাগতিক, অ্যালকোহলিক চাঁদ-
চাঁদের বয়ান থাক, দেখি, নিউ কুয়াশা অপেরা...
এই সন্ধ্যা মনোজাগতিক, শোনো অন্তিম প্রবাদ-
সড়কেরও মনে নেই কোনো গল্প জানে কিনা, ফেরার?
কোথাও বংশীর রাত, হুহুমিশ্র হিঙুল বাতাস
কোথাও বস্তিতে সুরময় নবজাতকের ক্ষুধা;
কোথাও অন্ধ খুঁজছে কোনদিকে পুবের আকাশ-
কোথাও অমল ঘুমায়, এদ্দিনে ভুলে গেছে সুধা?
শুধু আগুন ভোলেনি খড়, পিপাসা ভোলেনি ঠোঁট
শুধু প্রত্যাশা ভোলেনি তরু, পিঞ্জর ভোলেনি চাওয়া
শুধু প্রান্তিক ভোলেনি কেন্দ্র, মধ্যে সমাজ, সংকট
শুধু দুই পা ভোলেনি ধর্ম, তীর্থের দিকে যাওয়া
আমার দুচোখ যাকে লুটে পেতে চায়; দূর থেকে
বহে ইগো, সুপারসনিক, অন্য কে বুঝবে দেখে?
চাঁদের বয়ান থাক, দেখি, নিউ কুয়াশা অপেরা...
এই সন্ধ্যা মনোজাগতিক, শোনো অন্তিম প্রবাদ-
সড়কেরও মনে নেই কোনো গল্প জানে কিনা, ফেরার?
কোথাও বংশীর রাত, হুহুমিশ্র হিঙুল বাতাস
কোথাও বস্তিতে সুরময় নবজাতকের ক্ষুধা;
কোথাও অন্ধ খুঁজছে কোনদিকে পুবের আকাশ-
কোথাও অমল ঘুমায়, এদ্দিনে ভুলে গেছে সুধা?
শুধু আগুন ভোলেনি খড়, পিপাসা ভোলেনি ঠোঁট
শুধু প্রত্যাশা ভোলেনি তরু, পিঞ্জর ভোলেনি চাওয়া
শুধু প্রান্তিক ভোলেনি কেন্দ্র, মধ্যে সমাজ, সংকট
শুধু দুই পা ভোলেনি ধর্ম, তীর্থের দিকে যাওয়া
আমার দুচোখ যাকে লুটে পেতে চায়; দূর থেকে
বহে ইগো, সুপারসনিক, অন্য কে বুঝবে দেখে?
No comments:
Post a Comment