অমরত্ব পেতে পারে গৌতম বুদ্ধের জীবনী
আর আমার বর্ণাঢ্য বাল্যকাল, বয়ঃসন্ধির অবদমন
ইশকুলের ব্ল্যাকবোর্ডে লিখতে গিয়ে উড়ে যাওয়া
শাদা শাদা চকের গুঁড়োয়
আমিও উড়ে উড়ে যতবার পাহাড়ে যাই, দেখি
একটি কিশোর ফড়িঙ আর একটি কিশোরী প্রজাপতি
বসে আছে নীলমেঘে, চূড়োয়
তারা আর নামতে চায় না, তারা নামতে পারে না
শুধু একটি আদুরে ঝরনা নাচতে নাচতে এসে কথা বলে
ছন্দে ছন্দে, টুবটাব ভাষায় কথা বলে অন্তরঙ্গ জলে
যে ভাষায় প্ররোচনা-লিপ্ত কিশোর-কিশোরীর
পালিয়ে থাকার মুহূর্তগুলো
সেও তো অমর, দুচোখ ভরে স্বপ্ন আঁকা
পাড়া-প্রতিবেশী, পাড়ার মোড়ের উল্টোদিকের
বাড়ির ছাদে, চিলেকোঠায়
তাকিয়ে থেকেই বয়ঃসন্ধি অমরত্বের সাধে
এখনো নাকি তাকিয়ে আছে সেই বয়সটা রাতের দিকে
সাপোর্ট পাচ্ছে চাঁদের
একচুয়ালি, যার যেদিকে ইচ্ছা, সেদিকে সে যাবেই
আর যদি গৌতম বুদ্ধ টিকে থাকে, তো টিকে থাকবে আমার
অমর বাল্যকাল, অবদমনের আন্ধি-গুন্দি, বয়ঃসন্ধির উড়নচণ্ডি
অপাপবিদ্ধ একদিন, নিখিল যৌবনও উজাড় করে দিয়ে যাব।
মাঝেমধ্যে ভাবি, কেউ পাবে-
তার জন্য দুঃখ পাই, যে না পাবে।
আর আমার বর্ণাঢ্য বাল্যকাল, বয়ঃসন্ধির অবদমন
ইশকুলের ব্ল্যাকবোর্ডে লিখতে গিয়ে উড়ে যাওয়া
শাদা শাদা চকের গুঁড়োয়
আমিও উড়ে উড়ে যতবার পাহাড়ে যাই, দেখি
একটি কিশোর ফড়িঙ আর একটি কিশোরী প্রজাপতি
বসে আছে নীলমেঘে, চূড়োয়
তারা আর নামতে চায় না, তারা নামতে পারে না
শুধু একটি আদুরে ঝরনা নাচতে নাচতে এসে কথা বলে
ছন্দে ছন্দে, টুবটাব ভাষায় কথা বলে অন্তরঙ্গ জলে
যে ভাষায় প্ররোচনা-লিপ্ত কিশোর-কিশোরীর
পালিয়ে থাকার মুহূর্তগুলো
সেও তো অমর, দুচোখ ভরে স্বপ্ন আঁকা
পাড়া-প্রতিবেশী, পাড়ার মোড়ের উল্টোদিকের
বাড়ির ছাদে, চিলেকোঠায়
তাকিয়ে থেকেই বয়ঃসন্ধি অমরত্বের সাধে
এখনো নাকি তাকিয়ে আছে সেই বয়সটা রাতের দিকে
সাপোর্ট পাচ্ছে চাঁদের
একচুয়ালি, যার যেদিকে ইচ্ছা, সেদিকে সে যাবেই
আর যদি গৌতম বুদ্ধ টিকে থাকে, তো টিকে থাকবে আমার
অমর বাল্যকাল, অবদমনের আন্ধি-গুন্দি, বয়ঃসন্ধির উড়নচণ্ডি
অপাপবিদ্ধ একদিন, নিখিল যৌবনও উজাড় করে দিয়ে যাব।
মাঝেমধ্যে ভাবি, কেউ পাবে-
তার জন্য দুঃখ পাই, যে না পাবে।
No comments:
Post a Comment