ফাইনালি, প্রেম হচ্ছে ছুটা বুয়া, কদিন আগেও আমার বাসায় কাজ-কাম করত। ভোরবেলা বুয়াই আমার ঘুম ভাঙিয়ে, ঘরদোর মুছে, রাতের এঁটো প্লেট পরিষ্কার করে, আমার জামা-প্যান্ট, আন্ডারওয়্যার, মোজা কেচে দিয়ে যেত। এছাড়া ডিম-পরোটা তো হতোই; গরম গরম...
সেই প্রেম, সেই বুয়া ছুটে গেছে। এখন সে অন্য বাসায় কাজ-কাম করে সে আর আমার বাসায় আসে না, তাই আমার ঘর আবর্জনায় ভরে যায়।
কিন্তু মাঝেমধ্যেই প্রেমবুয়াকে দেখি; সে কাঁটাবনের ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রিকশায় করে যাচ্ছে... হ্যাঁ, প্রেম রিকশায় চড়ে যাচ্ছে এবং হঠাৎ প্রেম অথবা সেই বুয়া আমার দিকে তাকিয়ে এমন ভাব দেখাচ্ছে যে, এখন আমি অন্যের কাম করি, আপনার করি না...
ছুটা বুয়াদের তাই দূর থেকে দেখি; এদিকে আমার ঘর ডাস্টবিন হয়ে যাচ্ছে, এঁটো প্লেট ধোয়ামোছা হচ্ছে না, কাপড়চোপড়ে ময়লা শুকিয়ে যাচ্ছে। কতদিন হলো গরম গরম ডিম-পরোটা খাচ্ছি না
ভোরবেলা, বাসায় কলিংবেলের সুইচে সে চাপ কিংবা টিপ দিচ্ছে না... আমার ঘুম ভাঙিয়ে কাজ-কাম করছে না। এদিকে প্রেম তো হচ্ছে না; কিন্তু প্রেমের কবিতা ঠিকই লিখতে হচ্ছে...
সেই প্রেম, সেই বুয়া ছুটে গেছে। এখন সে অন্য বাসায় কাজ-কাম করে সে আর আমার বাসায় আসে না, তাই আমার ঘর আবর্জনায় ভরে যায়।
কিন্তু মাঝেমধ্যেই প্রেমবুয়াকে দেখি; সে কাঁটাবনের ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রিকশায় করে যাচ্ছে... হ্যাঁ, প্রেম রিকশায় চড়ে যাচ্ছে এবং হঠাৎ প্রেম অথবা সেই বুয়া আমার দিকে তাকিয়ে এমন ভাব দেখাচ্ছে যে, এখন আমি অন্যের কাম করি, আপনার করি না...
ছুটা বুয়াদের তাই দূর থেকে দেখি; এদিকে আমার ঘর ডাস্টবিন হয়ে যাচ্ছে, এঁটো প্লেট ধোয়ামোছা হচ্ছে না, কাপড়চোপড়ে ময়লা শুকিয়ে যাচ্ছে। কতদিন হলো গরম গরম ডিম-পরোটা খাচ্ছি না
ভোরবেলা, বাসায় কলিংবেলের সুইচে সে চাপ কিংবা টিপ দিচ্ছে না... আমার ঘুম ভাঙিয়ে কাজ-কাম করছে না। এদিকে প্রেম তো হচ্ছে না; কিন্তু প্রেমের কবিতা ঠিকই লিখতে হচ্ছে...
No comments:
Post a Comment