আমাদের স্বপ্ন ঘুম-
তার কোনো ঘর নেই
নেই কোনো দেশ;
আমাদের কবিতা-
তার তো মোটেই নেই
সংসারী অভ্যেস;
আমাদের উপন্যাস-
প্রধান চরিত্রের গন্তব্য
গাঢ় নিরুদ্দেশ;
আমাদের ছোটগল্প-
সম্পর্ক, শেষ হইয়াও
হইল না শেষ...
০২.
আমাদের শব্দ, বাক্য, ভাবে
এত যদি দূরত্বশিল্প
মন কি করে মনের কাছে যাবে?
না-গেলে
কিভাবে
ঘামে
সমুদ্রের স্বাদ পাবে?
০৩.
ধরো এই হাত,
আমার হাতও আর তোমার হাতকে ধরে বলবে না-
‘হাত তুমি ভালো আছো?’
অথচ আমরা বিচ্ছিন্নতাবাদী হতে চাইনি কখনো, তবু
বহুদিন তুমিও জানো না- কেমন আছি
আমিও জানি না- কেমন আছো?
বাঁচি? কিভাবে বাঁচো!
আমাদের কী নাম?
15 years ago
No comments:
Post a Comment