Saturday, August 15, 2009

শাদা কবিতা

এবার, লিখে রাখছি বনভূমি, অথচ লোকালয়ে
আমার কোনো শেকড়ও নেই, ডানাও নেই- পাখি
লিখে রাখছি দু-একটা দিন রৌদ্রবিহীন... দূরে
আমি যে এই বাড়িতে থাকি- বাড়িটা ভবঘুরে...

এবার, এঁকে রাখছি উলুখড় ও চৈত্রপাড়ের হাওয়া
রইল আরো হাড়ের মজুদ ঠা ঠা কাঠের প্রতিভা
এঁকে রাখছি আসন্ন রাত বা উন্মাদ গলি
গলির শেষে গল্প একা, সে যায় শহরতলি...

এবার, লিখে রাখছি ভ্রমাত্মকের দগ্ধ ইতিহাস
স্থানীয় আকাশ অমর দিনাজপুরের মাঠে-
মৃতজোছনা পড়ে আছে ছিয়ানব্বই সালে
তাই লিখি এই টেবিলে মানে বৃক্ষের কঙ্কালে...

আর লেখা সেই শাদা কাগজ হাওয়াতে যায় উড়ে
আমি যে এই বাড়িতে থাকি- বাড়িটা ভবঘুরে...

No comments:

Post a Comment