Sunday, August 9, 2009

সিনেমা স্বপ্ন

নদী যদি হয় রে ভরাট, কানায় কানায়
ঢেউঅলা প্রস্তাব করি, ইচ্ছা
সাঁতার নামে একটা জলজ্যান্ত
সিনেমা বানাই

সিনেমার সেন্ট্রাল লোকেশন এই নদী
প্রধান চরিত্রে ঐশ্বরিয়া থাকত, ঐশ্বরিয়া
রাজি হতো যদি

আমিই হচ্ছি পরিচালক, এই সিনেমায়
একক চরিত্রের অভিনয় সমৃদ্ধ একটি জটিল চিত্রনাট্য
চোখে নিয়ে আমি বসে আছি নদীপাড়ে

বি.দ্র. ছোটবেলা থেকেই নদী দেখলেই সাঁতার আমার পাঠ্য
সাঁতারের মজা লাগে আমার চামড়ায়, বডিতে, হাড়ে

বহুদিনের সাধ, সাঁতার একটা সিনেমা-স্বপ্ন
এদিকে তুমি হেভি প্রফেশনাল, ব্যস্ত তারকা, অভিনেত্রী
চরিত্রের প্রয়োজনে জল হয়ে গেছ, নদী হয়ে গেছ
ভরে গেছে কানায় কানায়

এই দৃশ্য দেখতেই তো পাড়ে বসে থাকি
ইচ্ছে সাঁতার, তোমার কিংবা জলপাখিদের জীবন থেকে নেয়া
লাভস্টোরি বানাই...

No comments:

Post a Comment