Saturday, August 15, 2009

একটি ব্যক্তিগত কবিতা

আসো মুগ্ধপ্রবণ পাখি
আসো আনন্দগান, ঘরে
যাও নিজেকে দিয়ে ফাঁকি
যাও বীভৎস ঝাঁজ, ওড়ে

আসো আসা-মুহূর্তেই ঘোর
এসে দ্বিধার করাতে কাটো
আমার পথ্য আজও আদর
তুমি রুগীকে ফেলে হাঁটো

তুমি হাঁটতে হাঁটতে যাও
তুমি রিকশায় উঠে পড়ো
তুমি মন থেকে উধাও
তুমি ভুলেছ আমার ঘরও

ঘর বাইরে যেতে চায়
মাঠ বাইরে আনতে গিয়ে-
ভরা ভাদর, ভালোবাসায়
ভাবি মনে মনে মন-বিয়ে

মন শরীর সেঁচার সাধে
মন শরীর বলতে কানা
শরীর দোষী (!) অপরাধে
কেন মোম লাগানো ডানায়

আমি উড়তে চাওয়া খোকা?
দেখি তোমার ওড়াউড়ি?
মন কিশোর, চির বোকা
আমি বোকা মনে ঘুরি...

No comments:

Post a Comment