আকাশে, জোবেদা খালার সঙ্গে তুলনাযোগ্য চাঁদ
বিধবা কিন্তু আভা ছড়ায়
আভা ছোঁয়া মুশকিল, তবু ইনিয়ে বিনিয়ে
নৈকট্যের ছুঁতো
জোবেদা খালা ছুটা বুয়া, উদ্ভুত
এই পরিস্থিতিতে, মিডল ক্লাসের
সতীচ্ছেদ হবার ভয়;
এমনকি এরপর তারা আমার কবিতাও
আর পড়বে কিনা, আমাকেও স্পর্শ করবে কিনা
মনে প্রশ্ন, চাপা ভয়, গগুড়িগুঁড়ি ভ্যাবাচ্যাকা সংশয়
বিধবা কিন্তু আভা ছড়ায়
আভা ছোঁয়া মুশকিল, তবু ইনিয়ে বিনিয়ে
নৈকট্যের ছুঁতো
জোবেদা খালা ছুটা বুয়া, উদ্ভুত
এই পরিস্থিতিতে, মিডল ক্লাসের
সতীচ্ছেদ হবার ভয়;
এমনকি এরপর তারা আমার কবিতাও
আর পড়বে কিনা, আমাকেও স্পর্শ করবে কিনা
মনে প্রশ্ন, চাপা ভয়, গগুড়িগুঁড়ি ভ্যাবাচ্যাকা সংশয়
No comments:
Post a Comment