ওগো বায়ু-বিধি-বধূ মহুয়া ফুলের মধু
চলো পান করে মরে যাই
কেন মরে যাব, বলি; দু’একটা গানের কলি
তিন পেগ রব সমান, ধরে যায়
দু’একটা গানের সুরে সে কার নূপুরে-ঘুঙুরে
ভাঙা রাজবাড়ি হেঁটে যায়
শব্দ-বাক্য তারই ছলা সদানন্দ কাব্যকলা
প্রেসের সুবিধাপ্রাপ্ত- লিখে যাই
প্রেমের বয়ান গাঢ় আরো আরো আরো আরো
নিজে না টিকলেও, প্রেম যেন টিকে যায়
প্রেমছাড়া চলতে পারে? ভব জগৎসংসারে
পিঁপড়াও জুটি জুটি, একা নেই
চঞ্চল মামুন, আমি ‘বিবেকানন্দ’ -স্বামী
ভগিনী (!) নিবেদিতা’রও দেখা নেই!!
চলো পান করে মরে যাই
কেন মরে যাব, বলি; দু’একটা গানের কলি
তিন পেগ রব সমান, ধরে যায়
দু’একটা গানের সুরে সে কার নূপুরে-ঘুঙুরে
ভাঙা রাজবাড়ি হেঁটে যায়
শব্দ-বাক্য তারই ছলা সদানন্দ কাব্যকলা
প্রেসের সুবিধাপ্রাপ্ত- লিখে যাই
প্রেমের বয়ান গাঢ় আরো আরো আরো আরো
নিজে না টিকলেও, প্রেম যেন টিকে যায়
প্রেমছাড়া চলতে পারে? ভব জগৎসংসারে
পিঁপড়াও জুটি জুটি, একা নেই
চঞ্চল মামুন, আমি ‘বিবেকানন্দ’ -স্বামী
ভগিনী (!) নিবেদিতা’রও দেখা নেই!!
No comments:
Post a Comment