Tuesday, August 11, 2009

অ্যাথলেটিকস্

বাঘ আসছে দেখেই
হরিণ দিল দৌড়

চোখে না পড়লেও, জানি
সময় দৌড়াচ্ছে
বছর বছর
মেঘ দৌড়াচ্ছে
মেঘ কুরঙ্গগঞ্জন

যুদ্ধাহত, খোঁড়া- তবু
পিছিয়ে পড়ছে মন?

বসে থাকলে খাবে বাঘে
যে- যার কিছুটা আগে
সব্বাই দৌড়াচ্ছে মনে-প্রাণে।

শুধু দৌড় শব্দটিই
অনড় নিশ্চুপ, শুয়ে ঘুমোচ্ছে
বাংলা অভিধানে!!

No comments:

Post a Comment