Thursday, August 20, 2009

পোকা, প্রজাপতির গল্প

এখনো কবিতা পড়ো মানে তুমি মনে মনে ভাবো-
আচমকা এক ফুরফুরে বিকেলে প্রজাপতি-সম্মেলন হবে।
সেই সম্মেলনে তুমি স্বাগতিক, তোমার ব্যস্ততা থাকবে।
তুমি ফুলদের সঙ্গে বোঝাপড়া করতে করতে
ঘাসের বক্তব্য শুনতে শুনতে, হয়তোবা ভুলে যাবে-
একজন কবি এসে নিঃশব্দে দাঁড়িয়ে দেখছে
পোকা থেকে তুমি প্রজাপতি হয়ে কতটা বদলে গেলে?

এখনো কেউ কবিতা লেখে মানে সেই লোকটাই কবি-
যে কি না পোকা হতে পারেনি বলেই প্রজাপতি হতে পারছে না

No comments:

Post a Comment