Tuesday, August 11, 2009

বর্তমান কালের কবিতা

বলেন তো, তরমুজ কেন বালির ওপরে ফোটে?
মোগরভাই মুরগি আপাকে দেখলেই
মাটিতে কেন শস্যদানা খোঁটে?

বলো তো, গ্রীষ্মপ্রধান প্রশ্নগুলো
রসের উত্তরের আশায় কেন আরো
পিপাসা যেদিকে, ছোটে?

বল না, তরমুজ কেন বালিতে বলিতে ফোটে?
ফুল থেকে মৌচাকের দূরত্ব কতদূর?
প্রশ্ন, মরে মাথা কুটে!

কে মধু জমায়, কে মধু লোটে?

No comments:

Post a Comment