Friday, August 7, 2009

শোভাদের ছাদের দিকে তাকিয়ে লেখা কবিতা

গান গান শেখে শোভা, নজরুলের; শেখায় এক স্থানীয় প্রৌঢ়শিল্পী দূর থেকে
বখাটেরা অন্য গান গায়... প্রতিভা উপচেপড়া ন্যাচারাল সিংগার
শোভাদের ছাদে
ভোরবেলা, কাক-সম্মেলনে
বিরাট গোলমাল বাঁধে।

দুপুরে, বিরুদ্ধে রোদ
চিকচিক করে ওঠে হেলিকপ্টারের ডানা!
কোনও আগন্তুক... হারিয়ে ফেলেছে ঠিকানা

তাদের দলেই আমি, যারা দূরে দূরে মনোযোগী
দূর থেকে দেখে সবই...
একদিন দেখলাম, শোভাদের ছাদে
মেঘে ঢাকা বিকেলের বিষণ্নতা
চুল বাঁধে, বেণী বাঁধে।

সন্ধ্যায়, বিধবা পূর্ণিমার চাঁদের
নিচে দাঁড়ালে অবশ্যই একশো একটি কবিতা
উড়ে যায় উপলক্ষের ছাদে...
তারপরও তদন্ত হওয়া দরকার-
অনেক রাতে, পরী না ডাইনি
কে যে সুরারোপ করে গানে গানে কাঁদে?
লাবণীদের তিনবাড়ি পর, অনেকটা খা খা শোভাদের ছাদে...

No comments:

Post a Comment