ফিল্ম ডিরেক্টর মানতে নারাজ, রোদ পড়ে যাচ্ছে। সূর্যাস্ত ধরা দেবে না। ডে সিকোয়েন্স বাদ থেকে যাবে! বিকেলের ছাদের রেলিং ধরা ফ্রেমে মনমরা মেঘ আর মেঘের অ্যাসথেটিকস চিত্রিত হবে না! চল্লিশ জনের ইউনিটে ক্যামেরার পেছনে দাঁড়ানো নিঃসঙ্গ উন্মাদের ডাকনাম ফিল্ম ডিরেক্টর। মাস্টার শটে যিশুকে রেখে পরে কেটে কেটে ক্লোজআপে পেইনফুল টেক: ফলে ফিল্ম ডিরেক্টর হচ্ছে মা, বেথেলহেমের শিশুর মা। জ্বর, ভয়াবহ জ্বর; কিন্তু কেউ তার কপালে হাত রেখে পুড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের লাল গাড়ি মাটির রাস্তার গ্রাম পোড়াদহে পৌঁছতে পারে না। যিশুর মাকেই শনাক্ত করতে হয় সন্তানের ক্ষত-রক্তাক্ত, ক্রুশবিদ্ধ লাশ। যিশুর মায়ের যন্ত্রণা তো কেউই মাপে না!
নায়িকার মুড অফ! লাল বাউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে গোষ্ঠের গান কে গাবে? মেকআপম্যান মুড-অফ নায়িকার মুড অন করে দিল; কিন্তু শটে দাঁড়িয়ে সে সংলাপ ভুলে যাচ্ছে। অনেক অনেক বিচ্ছিন্নতার পরেও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক প্রেমিকের মৃত্যু সে আশা করেনি। এদিকে, নিরক্ষর নায়কের হাতে আদর্শলিপি। নায়ক মাত্রই ভাঁড়। আর যারা অন্যান্য... তারা ধুলোয় মিশে যাচ্ছে, দিগন্তে পালিয়ে যাচ্ছে, তারা হাঁটতে হাঁটতে হারিয়ে যাচ্ছে নিজের ছায়ার মধ্যে।
একদল ফড়িঙ কিংবা হরিণীর বদলে একটি প্রজাপতির পেছনে পেছনে ছুটতে ছুটতে ছুটতে ছুটতে ক্যামেরার পেছনে বসে বা দাঁড়িয়ে নয়া ফিল্ম ডিরেক্টর এন্ড লোনলি অ্যাক্টর সিনেমা বানাচ্ছে, এই বসন্তে...
নায়িকার মুড অফ! লাল বাউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে গোষ্ঠের গান কে গাবে? মেকআপম্যান মুড-অফ নায়িকার মুড অন করে দিল; কিন্তু শটে দাঁড়িয়ে সে সংলাপ ভুলে যাচ্ছে। অনেক অনেক বিচ্ছিন্নতার পরেও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক প্রেমিকের মৃত্যু সে আশা করেনি। এদিকে, নিরক্ষর নায়কের হাতে আদর্শলিপি। নায়ক মাত্রই ভাঁড়। আর যারা অন্যান্য... তারা ধুলোয় মিশে যাচ্ছে, দিগন্তে পালিয়ে যাচ্ছে, তারা হাঁটতে হাঁটতে হারিয়ে যাচ্ছে নিজের ছায়ার মধ্যে।
একদল ফড়িঙ কিংবা হরিণীর বদলে একটি প্রজাপতির পেছনে পেছনে ছুটতে ছুটতে ছুটতে ছুটতে ক্যামেরার পেছনে বসে বা দাঁড়িয়ে নয়া ফিল্ম ডিরেক্টর এন্ড লোনলি অ্যাক্টর সিনেমা বানাচ্ছে, এই বসন্তে...
No comments:
Post a Comment