Sunday, August 16, 2009

চতুর্দশপদী নিয়তি-২

কোনদিন কোনো এক ঝোপঝাড় কুঞ্জের আড়ালে
আমরা ফড়িঙ ছিলাম, ওড়াউড়ি করেছিলাম,
মানবচক্ষুর কাছে পতঙ্গ ছিলাম; চক্রবালে
রূপ-পরিগ্রহে আজ আমি চড়ুই, ধর্মের বিধি কাম
আর তুমি বিবাহিতা, সন্ধ্যার বান্ধবী, তুমি রাধা
তুমি দারুবন থেকে প্রলুব্ধকরণী দ্রাক্ষা, চোলাই
তুমি টলোমলো জল চৈত্রাদিঘিতে দুর্জ্ঞেয় ধাঁধা

আমি ধার্মিক, ঝিনুকের বক্ষ খুলে দেখতেই চাই
যদিও তুমি আমার দুরপনেয় ফড়িঙবান্ধবী
উড্ডয়নের অনেক আগুন তোমার ডানায়, বুকে
উড়তে উড়তে আপেলবনে ঢুকে পড়েছি আমি

যখন মাছি ছিলাম, যেন মাছিই আপেলের স্বামী
শ্রাবণদিনের লিরিক্যাল মেঘ খরার সম্মুখে

তুমি বালিমাধুর্যের কবিতা... আমি বৃষ্টিফোঁটা, কবি

1 comment:

  1. Review & VIP Casino Site
    How to sign up luckyclub with the online casino site at Lucky Club Casino. If you are looking for a new way to play casino games at the world's biggest gambling  Rating: 4.2 · ‎Review by LuckyClub.live

    ReplyDelete