দিনের ফেরারি বন্ধু
রাতের জুয়াড়ি, ব্রাদার
আমিও পড়ে গেলাম
প্রেমে, পরস্ত্রী; রাধার
আগুনে রাখলাম ঠোঁট
প্রেমই বংশের পেশা
দাঁড়িয়ে ঘুমাই, যথা
কণ্ঠের মদির হ্রেষা
পূর্বপুরুষ মাঠের
তুমুল জোসনাখোর
ছিল তার প্রমাণ আমি
রূপলাবণ্যচোর
চুরির নেশায় ঘুরি
শিল্পও করি, বশের
দ্বন্দ্বে মজে মাজুল
ফুল ও ফুলের রসে
গান, পিপাসার দাহ
জড়িয়ে ধরে ঠোঁটে
পিপাসা বাড়িয়ে দিলে
নদীর দিকে ছোটে
আমার পুরো দেহে
দেহের মধ্যেই থাকি
দেহ নৈশদ্রোহী হলে
দ্রোহটা কই রাখি?
রাতের জুয়াড়ি, ব্রাদার
আমিও পড়ে গেলাম
প্রেমে, পরস্ত্রী; রাধার
আগুনে রাখলাম ঠোঁট
প্রেমই বংশের পেশা
দাঁড়িয়ে ঘুমাই, যথা
কণ্ঠের মদির হ্রেষা
পূর্বপুরুষ মাঠের
তুমুল জোসনাখোর
ছিল তার প্রমাণ আমি
রূপলাবণ্যচোর
চুরির নেশায় ঘুরি
শিল্পও করি, বশের
দ্বন্দ্বে মজে মাজুল
ফুল ও ফুলের রসে
গান, পিপাসার দাহ
জড়িয়ে ধরে ঠোঁটে
পিপাসা বাড়িয়ে দিলে
নদীর দিকে ছোটে
আমার পুরো দেহে
দেহের মধ্যেই থাকি
দেহ নৈশদ্রোহী হলে
দ্রোহটা কই রাখি?
তাই তো, দেহ নৈশদ্রোহী হলে, দোহটা কোথায় রাখা যেতে পারে? চিন্তায় ফেললেন।
ReplyDeleteaR
Bangla Hacks